উত্তর ২৪ পরগনার মছনলন্দপুরের রাজবল্লভপুর হাই স্কুলে এবার এই বিশেষণই উচ্চারিত হচ্ছিল ছাত্রছাত্রীদের মুখে। স্কুলের শারীরশিক্ষা বিভাগের ছাত্র-ছাত্রীদের থেকে টাকা নিয়েও স্কুলের পোশাক দেওয়া হয়নি।
এই বিষয়েই স্কুলের ছাত্র-ছাত্রীরা শনিবার আন্দোলন করেছে। জানা গিয়েছে স্কুলের ছাত্র-ছাত্রীরা হেডমাস্টারের ভাংচুর করেছে রুমের দরজা।
হেড মাস্টার এবং শিক্ষিকাদের ঘর বন্ধ করে তারা লাগিয়ে দেয় ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা নিজেরাই স্লোগান তুলেছে "চোর চোর" বলে। শুধু তাই নয়, হেডমাস্টার এবং শিক্ষিকাদের চোখের দিকে আঙুল দেখিয়ে ছাত্র-ছাত্রীরা বুঝিয়ে দিয়েছে যে তারা চোর।
সারা দিন ধরে উত্তপ্ত ছিল স্কুলের পরিবেশ। উত্তেজনা ছড়ায় স্থানীয় এলাকাতেও। এখন অবধি যতটুকু জানা গিয়েছে, যে স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে। তাঁদের বক্তব্য, বাচ্চাদের মনে স্কুলের শিক্ষকদের এই যে 'চোর' বলে ডাকার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্যে দায়ী চারপাশের পরিবেশ।
Comments