top of page

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে টাকা শিক্ষাকর্মীর দাবির বিরুদ্ধে অবরোধ করলো করণদিঘির স্কুলের ছাত্ররা

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN

‘তরুণের স্বপ্ন’ প্রকল্প। এই প্রকল্পে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য সরকার থেকে স্মার্টফোন অথবা ট্যাব কেনার জন্য দেওয়া হয় দশ হাজার টাকা।


ছাত্র-ছাত্রীদের অভিযোগ, সেই প্রকল্পে নাম নথিভুক্ত করতে বিদ্যালয়ের এক শিক্ষাকর্মী ফর্ম ফিল-আপের সময়ে পড়ুয়া-পিছু বেআইনিভাবে ১০০ টাকা করে নিচ্ছিলেন। যার প্রতিবাদে এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজ্য সড়ক অবরোধ করে টাকা ফেরতের দাবি জানায়।


ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া হাইস্কুলে। যার বিরুদ্ধে সরব হতেই বুধবার দুপুরে বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখায় ছাত্র-ছাত্রীরা।


অবরোধের জেরে সৃষ্টি হয় বিশাল যানজটের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে বিষয়টি দেখা হবে বলে আশ্বস্ত করে পুলিশ। এরপর অবরোধ তুলে নেন ছাত্র-ছাত্রীরা।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমি চিকিৎসার কারণে আজ ছুটিতে রয়েছি। বিষয়টি শুনেছি। তবে এভাবে টাকা নেওয়া যায় না। আগামীকাল বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’


উল্লেখ্য, রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে স্মার্টফোন বা ট্যাব কেনার টাকা দেওয়া হয় একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের।






Kommentare


bottom of page