গত ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন পার্কিং লট থেকে চুরি যায় একটি চার চাকার সুমো গাড়ি। ঘটনাটি ঘটেছে মহেশতলা জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রের অন্তর্গত কুলতলা বাজারে।
গাড়ি চালকের দাবি, আগামী ১৭ তারিখ রাতে গাড়িটি তিনি পার্ক করেন, এবং ১৮ তারিখ অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন গাড়িটি ধুতে এসে দেখেন যে গাড়িটি পার্কিং লটে নেই।
বিষয়টি গাড়ির মালিককে জানালে তিনি এবং গাড়ির চালক দুজনেই গাড়িতে খোঁজাখুঁজি করেও কোন খোঁজ মেলেনি। এরপর গাড়ির মালিক গাড়ির চালকের সঙ্গে জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।
তদন্তকারী দলের ভারপ্রার্থী আধিকারিক সুজন সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে দুজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের নাম সোমনাথ দাস ও রাজিব সাহা। অভিযুক্তদের ৬ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন আদালত।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে, ২৪ তারিখ মহেশতলা ১৪ নম্বর ওয়ার্ডের অমর্য নগর থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ।
গাড়ির মালিক প্রবীর মান্না এই সাহায্যের জন্য সুজন বাবু সহ সকল পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
Comentarios