top of page

মন্ত্রী কন্যা অঙ্কিতা'র চাকরি'র জায়গা আজও ফাঁকা


ভুল নম্বরের জন্য চাকরি গেছে ববিতা সরকারের, সেখানে চাকরি পাওয়ার কথা অনামিকা রায়। কিন্তু ৪ মাস পরেও চাকরি পাননি তিনি।


প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর, মেয়ে অঙ্কিতা অধিকারীর ৪৩ মাসের উপার্জিত বেতন পেয়েছে ববিতা সরকার। এরপর বেতন বাবদ ১৫.৯২ লক্ষ টাকাও পান জলপাইগুড়ির অনামিকা রায়।


প্রথমে ববিতা সেই টাকা নিলেও পরে তা দিতে হয় অনামিকাকে। চাকরি হারানোর জন্য ববিতা ওই টাকা অনামিকাকে তুলে দেয় হাইকোর্ট নির্দেশে।


তবে আজও চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়নি অনামিকা। হাইকোর্টের নির্দেশের পরও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হতে পারেননি তিনি।


জুন মাসে এই মামলার সুপারিশ দিয়েছে এসএসসি। এই বিষয় অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার অনামিকার চাকরি ভাগ্যের দরজা খোলার সম্ভাবনা।


প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চাকরিপ্রার্থীদের নম্বরের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেখানে দেখা গিয়েছে ববিতা সরকারের টোটাল নম্বর ৭৭। তার মধ্যে অ্যাকাডেমিক নম্বর ৩১ পরিবর্তে ৩৩ পান তিনি।


সেই নম্বর কমে তালিকার নীচের দিকে তার নাম চলে যায়। ববিতার পরের নাম ছিল অনামিকার রায়ের। তাই ববিতার চাকরিটা তিনি পান।

Comentarios


bottom of page