top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

ডেঙ্গি মোকাবিলায় তৎপর পুরসভা, আজ ভার্চুয়াল বৈঠক স্বরাষ্ট্রসচিবের



পুজোর আগে আগে প্রতি বছরই ডেঙ্গির প্রকোপ বাড়ে। তবে অন্য বছরগুলোর তুলনায় এই বছর

ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও বেশি। আগস্ট মাসের পর বিভিন্ন জেলায় ডেঙ্গির গ্রাফ

এখনও উর্ধ্বমুখী। পশ্চিমবঙ্গে ডেঙ্গি মৃত্যুর এই উঠতে থাকা গ্রাফ দেখে চিন্তায় জেলার স্বাস্থ্য দফতরের কর্তারা।


ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রবিবার সকালে ভার্চুয়াল বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব। বৈঠকে ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসক, মিউনিসিপাল কমিশনার, বিভিন্ন জেলার মেডিকেল কলেজ সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন।


জেলাশাসকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রসচিব বলেন,"কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে অযথা জল জমে থাকছে। সেগুলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন্দ্রকে আপনারাই চিঠি লিখুন।"


উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা মুর্শিদাবাদের একাধিক অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। এই জেলাগুলির স্পর্শকাতর অঞ্চল গুলিতে ডেঙ্গি সংক্রমণ কমানোর জন্য সতর্কতা জারি করতে হবে। হাসপাতাল গুলিতে ব্লাডের যাতে সংকট না হয় তা নিয়ে চলবে বিশেষ নজরদারি।


স্বরাষ্ট্রসচিবের এ দিন মেডিকেল কলেজের প্রিন্সিপালদের উদ্দেশ্যে বলেন, হাসপাতালগুলিতে কোনো রকমের রেফার চলবে না।


বিভিন্ন নালা, নর্দমায় জমা জল বের করার জন্য বিভিন্ন পুরসভার কমিশনারদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রসচিব।


পাশাপাশি,রাজ্যের যে অঞ্চলগুলি ডেঙ্গি সংক্রমনের দিক থেকে স্পর্শকাতর অঞ্চল হয়ে উঠছে। জেলাশাসকদের সেই অঞ্চলগুলির প্রতি বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র সচিব।


উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি সংক্রমিত হয়ে মৃত্যু ঘটে এক বৃদ্ধার।

Comments


bottom of page