বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের খাকুড়দা শাখায় ব্যাঙ্কের শাটার, সিসিটিভি ভেঙ্গে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দাঁতন দু'নম্বর ব্লকের জোড়াগেড়িয়া ফাঁড়ি এলাকায়।
ব্যাঙ্ক সূত্রে জানা যায় সকালে কর্মচারীরা কাজে আসার পর দেখেন ব্যাঙ্কের সামনের রেলিং খোলা। ওপরে উঠলে দেখা যায় শাটার ভাঙ্গা অবস্থায় রয়েছে।
পরে ওই কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাঁরা ভেতরে ঢুকে দেখেন ভেতরে দুটি সিসিটিভি ভাঙা রয়েছে সেই সঙ্গে সিসিটিভির হার্ডডিক্স নিয়ে গিয়েছে চোরেরা।
এছাড়াও ব্যাঙ্কের ভোল্টের কাছে থাকা একাধিক দরজার তালা ভেঙে চোরেরা ঢোকার চেষ্টা করেছে বলে দেখেন। তবে যদিও এই মুহূর্তে ওই হার্ডডিক্স ছাড়া কী পরিমাণ টাকা চোরেরা নিয়ে গেছে কিনা, তা জানার সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছেন ব্যাঙ্ক কর্মী ও ব্যাংকের কর্তৃপক্ষরা।
ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে বেলদা থানা জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ প্রশাসন। তবে প্রশ্ন উঠেছে ব্যাংক থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বেলদা থানা জোড়াগেড়িয়া ফাঁড়ি। তার পাশে রয়েছে দাঁতন দু'নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তর।
এছাড়াও ব্যাঙ্কটি রয়েছে বেলদা কাঁথি রাজ্য সড়কের একদমে রাস্তার সংলগ্ন এলাকায়। এইরকম একটি জনবহুল এলাকায় রাতের অন্ধকারে এইভাবে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন।
Comments