top of page

'কেন বর্ডারে সামরিক বাহিনী পাহারা দেয় না?' রাজভবনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে প্রতিক্রিয়া বিজেপি-র


'আমার দেশ আমার মাটি' কর্মসূচিতে বিজেপির সিঙ্গি গ্রামে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে সংবাদমাধ্যমের সামনে তিনি নানা বিষয়ে বিবৃতি দেন।


রাজ ভবনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার বিষয়ে বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান," রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছেন। কেন বর্ডারে সামরিক বাহিনী পাহারা দেয় না? এছাড়া আমাদের পুলিশের উপরে ভরসা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশের উপর ভরসা করেন না, আমরা তো করিই না।"


গঙ্গাজলঘাঁটির চরণপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর বিরুদ্ধে পোস্টার ছাপানো হয়। এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, "এটি তৃণমূল কংগ্রেসের অপপ্রচার, আমাদের দলে টাকা নিয়ে প্রার্থী দেওয়া হয় না।"


এছাড়াও বঞ্চিত চাকরি প্রার্থীদের মিছিলের শুভেন্দু অধিকারী এবং কৌস্তব বাগচীর যুক্ত হওয়ার সম্পর্কে সুকান্ত মজুমদার বলেন, " আমরা বঞ্চিত চাকরিপ্রার্থীদের সঙ্গে আছি যে কেউ এই প্রতিবাদে যোগ দিতে পারে তৃণমূল এই মিছিলে যোগ দিলে আমাদের আপত্তি নেই। কৌস্তব বাগচি আগে সিদ্ধান্ত নিক বিজেপিতে আসবে নাকি তারপর আমরা চিন্তা করে দেখব।"

Comentarios


bottom of page