সুকান্ত মজুমদার লোক সভা ভোটের আগেই আহ্বান জানিয়েছে সিপিএমের নিচু তলার কর্মীদের।
এই বার ইন্ডিয়া জোটের বর্তমান অবস্থা সম্পর্কে বললেন, "ইন্ডি জোট বলে একটি বস্তু আছে, সেই ইন্ডি জোট এমনিতে ঘোঁট। সব পরিবার আমাদের পার্টিগুলো একজায়গায় জড়ো হয়েছে। এদের কারও কোন অস্তিত্ব নেই।"
তিনি আরো বলেন, "সিপিএমের কর্মীরা বিগত দিনে তৃণমূলের কাছে বেধড়ক মার খেয়েছে। এখন সেই তৃণমূলের সঙ্গে একই সাথে মিছিলে হেঁটে ইনকিলাব জিন্দাবাদ আর জয় বাংলা এদুটো স্লোগান গেয়েছে। বাংলার মানুষ এত বোকা নয়,দুই চোরকে বুঝিয়ে দেবে। সিপিএমের লোকেরা ঠিক করবে তৃণমূলের হাতে মার খেয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে জয় বাংলা স্লোগান বলবে কি বলবে না এটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা বলব ওখানে থেকে লড়াই করা সম্ভব না।"
স্পষ্ট আহ্বান জানিয়ে তিনি বলেন, "মানুষ অন্ধ ভক্তের মত তৃণমুল দল এর পাশে থাকছে কেন ?যদি সত্যি লড়াই করতে চান তো বিজেপির সঙ্গে যোগ দিন।"
Comments