মুম্বাইয়ের লালবাউগচা রাজার কাছে শাহরুখ ও তার পুত্র
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 21, 2023
- 1 min read

বৃহস্পতিবার শাহরুখ খান মুম্বাইয়ের লালবাউগচা রাজার কাছে আশীর্বাদ নিতে যান। সঙ্গে ছিলেন তার কনিষ্ট পুত্র আব্রাম।
সম্প্রতি শাহরুখের " জওয়ান " আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বক্স অফিসে ৯০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। সেই আনন্দে লালবাউগচা রাজার কাছে যান তিনি। নারকেল ও মিষ্টি নিয়ে যেতে দেখা যায়। সেখানের পুরোহিত কে দেখা যায় এসআরকের কপালে তিলক দিতে।
মঙ্গলবার গনেশ চতুর্থীর উপলক্ষে নিজের মান্নাতে গনেশ এর মূর্তির ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে দেখা যায়।
Comments