"জওয়ান" প্রথমদিনই বক্সঅফিসে ৭৫ কোটি টাকা আয় করলো। যা কখনোই হিন্দি সিনেমার প্রথমদিনে দেখা মেলেনি। বলিউডের ইতিহাসে প্রথম দিনের অঙ্কে নতুন নজর কারলো। এখন পযন্ত সবচে বড়ো ওপেনিং বলা যেতে পারে।
এর আগে প্রথমদিনে হিন্দি ছবি ৬০ কোটি টাকার বেশি ব্যবসা করতে দেখা যায়নি। 'জওয়ান ' ৭৫ কোটি টাকার ব্যবসার মধ্যে ৬৫ কোটি টাকা এসেছে হিন্দি মাধ্যম থেকে আর বাকি এসেছে তামিল এবং তেলুগু ভাষায় ডাব থেকে।
দেশ -বিদেশ মিলিয়ে ১০ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। ফলে আগামী দিনে এই ছবির আরও অনেক বেশি টাকার অঙ্ক দেখতে পারবে বলে মনে করছেন এই ছবির প্রোডিউসার।
'পাঠান' এর পর আবার 'জওয়ান ' মন কারলো শাহরুখ খানের 'জাবরা ফ্যান' দের। হল মালিকরা আশা করছেন, আগামী দিনে আরও অনেক রেকর্ড ভেঙে ফেলতে পারে এই ছবি। কিং অফ রোমান্স থেকে অ্যাকশন কিংয়ে বদলাতে দেখা মিলছে। বুড়ো হারে অ্যাকশন করে অনেক তরুণ অভিনেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দাওয়ার মত ক্ষমতা রাখে।
এই বছর শুরুরদিকে 'পাঠান' ৫৭ কোটি টাকা প্রথমদিন ব্যবসা করেছিল যা রেকর্ড তৈরী করেছিল। আজ সেই রেকর্ড আবার শাহরুখ খান নিজেই নিজের ছবি দিয়ে রেকর্ড ভাঙলেন। ভোর থেকে মাঝরাত গোটা দেশে সব শোই হাউসফুল যাচ্ছে।
শুধু ছবিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনেত্রী নয়নতারা কে দেখা গেছে। যার বলিউডে প্রথম ছবি। এরকম অনেক অভিনেত্রী আছে যারা শাহরুখ খানের সাথে ডেবুট করার সুযোগ পেয়েছিল। 'রাব না বানা দি জোরি ' অনুষ্কা শর্মার প্রথম ছবি ছিল , ' ওম শান্তি ওম ' দিপিকা পাডুকোন তার ডেবুট করেছিল বলিউডে।
Comments