গনেশ চতুর্থীতে শাহরুখ-রণবীরের আলিঙ্গন ভিডিও ভাইরাল, গনপতিতেও ‘ডন’ ফিভার
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 20, 2023
- 1 min read
মঙ্গলবার গনেশ চতুর্থী উপলক্ষে আম্বানি পরিবারে আমন্ত্রিত ছিল বলি স্টারদের। সেখানে দেখা গেল শাহরুখ খান এবং রণভীর সিং কে আলিঙ্গন করতে। সেই ভিডিও নেট পাড়ায় ভাইরাল হয়।

সম্প্রতিকালে ফারহান আখতার ঘোষণা করে তার পরিচালিত সিনেমা 'ডন ৩' তে দেখা যাবে রণভীর সিং কে। যা মুক্তি পাবে ২০২৫ এ। এরপরেই নেট দুনিয়াতে শোরগোল পরে যায়। কেউ হাসি মুখে মেনে নিয়েছে। আবার কেউ শাহরুখের পরিবর্তে কাউকে ডন হিসেবে মানতে নারাজ। আগস্ট মাসে ফারহান আখতার টুইট করে বলেন, এই প্রজন্মের একজন নতুন ডনকে আনা দরকার। তিনি আশাবাদী হয়ে বলেন, যেইভাবে দর্শক 'ডন' অমিতাভ বচ্চনকে ভালোবাসা দেখিয়েছিল। আবার 'ডন ২' তে শাহরুখ খানকে মেনে নিয়েছিল। ঠিক সেইভাবে রণভীর সিং কে নতুন ডন হিসেবে দর্শক ভালোবাসা দেখাবেন।
এরপরে রণভীর সিংও টুইট করে বলেন, তিনিও আশা রাখছেন দর্শকরা যেইভাবে বিগ -বি এবং এসআরকে ডন হিসেবে মেনে নিয়েছিল। তাকেও সমান ভাবে গ্রহণ করে নেবেন।
Comments