top of page

অনুরাগীদের থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত শাহরুখ

Writer's picture: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

আজ আটান্ন বছর পূর্ণ করলেন কিং খান। বয়স যে একমাত্র সংখ্যা নয় তিনি সেটা বারবারই প্রমাণ করে দিয়েছেন। সকাল সকালই অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় জ্বল জ্বল করছে কয়েকটা বাক্য। অনুরাগীদের জন্য সকাল সকালই শুভেচ্ছা জানিয়েছেন বার্থডে বয়। অগুল এর কাছে ক্যালেন্ডার আজকের দিনটাই এসআরকে দিবস। উদযাপনের দিন। তাই আজ থেকে শুরু হয়ে যায়। রাত বারোটার পরই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছেন। তিনি সকাল হতে না হতেই তারই কৃতজ্ঞতা জানিয়েছেন। লিখেছেন "এটা অবিশ্বাস্য যে আপনারা এত রাতে এসেছেন আমাকে শুভেচ্ছা জানিয়েছেন।" তিনি আরো বলেন, আমি নিছকই একজন অভিনেতা। আপনাদের খুশি করতে পারার আনন্দের চেয়ে আর কিছু নেই। আপনাদের ভালোবাসা ও স্বপ্নের জোরে বেঁচে আছি। আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সকালে দেখা হচ্ছে পর্দায় এবং পর্দার বাইরে।


১ নভেম্বর রাতেই শাহরুখের বাড়ি মুম্বাইয়ে মান্নাতের সামনে পৌঁছে যায় অগুন্তী ভক্ত। এত রাতেও ভক্তদের হতাশ করেননি শাহরুখ রাত বারোটা বাজার পরেই চলে এলেন বাড়ির লাগবাবা সেই বারান্দায়। পরনে ডেনিম জ্যাকেট, কালো রঙের টি-শার্ট,মাথায় কালো টুপি,চোখে চশমা। বারান্দায় এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন। ভগবানকে কয়েক ঝলক দেখতে মান্নতের সামনে অসংখ্য অনুরাগীদের ভিড়ও উপচে পড়ছে, সঙ্গে তাদের শুভেচ্ছা বার্তা। দুই নভেম্বরের চিরাচরিত দৃশ্যের সাথে সবাই পরিচিত। কাজেই পর্দার বাইরে যে আজও তিনি আবার আসবেন তার ভক্তদের জন্য সে কথাটা নিশ্চিত।


আজি মুক্তি পেতে চলেছে ডাঙ্কির প্রথম ঝলক। তাছাড়া পদ্ধতি দেখা হচ্ছে লিখেছিলেন অভিনেতা। আসলে আজই অর্থাৎ দুই নভেম্বর মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত ছবি ডাঙ্কির টিজার। বলিউডের বাদশাহ আজ পূর্ণ করলেন ৫৮ বছর তাই টিজারটিও ৫৮ মিনিটেরই।


বৃহস্পতিবার সকাল ১১ টায় মুক্তি পাবে ছবির টিজার। নিজের জন্মদিনে ভক্তদের আশা পূরণ করবেন শাহরুখ। ভক্তমহল 'লার্জার দ্যান লাইফ' আক্ষরিত উদাহরণ হিসেবে শাহরুখ খান কেই মেনে এসেছেন। এটা সময় বক্স অফিসে একের পর এক সেরা ছবি দিয়েও মাঝে দীর্ঘ সময় তার ঝুলি ছিল কার্যত শূন্য। এরপর ২০২৩ শে পাঠান ঝড় তুলেছিল বক্স অফিসের তারেস কাটে না কাটতেই সেপ্টেম্বরে হাজির হয় জওয়ান। সমস্ত বাঁধা একেবারে ক্লিন বোল্ড আউট করে ফের নিজের কাজ দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের বাদশাহ সত্যিই তিনি।



Comments


bottom of page