top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

কলকাতায় ছবির প্রচারে এলেন শ্রীলঙ্কার বিখ্যাত ক্রিকেটার মুথাইয়া মুরলীধর


বৃহস্পতিবার নিজের বায়োপিক ' 800' এর প্রচারে কলকাতায় এলেন শ্রীলঙ্কার বিখ্যাত স্পিনার মুথাইয়া মুরলীধরন। কলকাতা তার অন্যতম প্রিয় শহর।


তাঁর এই বায়োপিক হিন্দিতেও দেখা যাবে। তাই ভারতের বিভিন্ন শহরের প্রচারে হাজির হচ্ছেন মুরলী। বৃহস্পতিবার সকালে সল্টলেকের শিক্ষা নিকেতন স্কুলে হাজির হন মুরলীধরন। সেখানে পড়ুয়াদের সঙ্গে ক্রিকেট খেলেন ক্রিকেটার। রসগোল্লা ও ডাবের জল খান। তারপর স্কুলের ছেলেমেয়েদের নাচ গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখেন।


মুরলীধরনের সঙ্গে হাজির ছিলেন অভিনেতা মধুর মিত্তল। মধুর এই ছবিতে মুরলির চরিত্রে অভিনয় করেছেন।


কিংবদন্তি ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে পেরে তিনি খুব খুশি।টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে মুরলিধরণের। তাই ছবির নাম '৮০০ '।ছবিতে যেমন রয়েছে তারকার ২২ গজের নানা গল্প, আবার আছে তার বাইরের ব্যক্তিগত জীবনের নানা অজানা কাহিনী।


মুরলীধরন বলেন, "কলকাতা আমার অন্যতম প্রিয় শহর। খেলার জন্য ও খেলার বাইরে অনেকবার কলকাতায় এসেছি। এখানকার মানুষ সংস্কৃতি আমার ভীষণ পছন্দ। ১৯৯৬ সালের খেলার স্মৃতি মনে পড়ে যায়। এছাড়াও বহু স্মৃতি রয়েছে এ শহরকে ঘিরে। এবার আমার ছবি '৮০০' নিয়ে এসেছি। এটা আমার জীবনী। শুধুমাত্র আমার খেলায় নয়। খেলার বাইরে আমার জীবনের বহু অধ্যায় উঠে আসবে এই ছবিতে। চারটি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি। সকলকে দেখার অনুরোধ করবো এই ছবি দেখার।"


কলকাতায় এসে ক্রিকেট নিয়ে কথা বলবেন না মুরলীধরন তা হতে পারেন। বিশ্বকাপ দুয়ারে হাজির, সেই বিষয়ে মুরলীধরন বলেন, ' ভারতে বিশ্বকাপ হচ্ছে যা ইন্ডিয়ার পক্ষে অবশ্যই একটা বাড়তি অ্যাডভান্টেজ। ইন্ডিয়া বিশ্বকাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল। আমি আশা করছি সেমিফাইনালে ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত দলকে দেখতে পাবো। শ্রীলংকাও থাকার সম্ভাবনা প্রবল। খেলা তো অবশ্যই পাশাপাশি ফিটনেসটাও অত্যন্ত জরুরী প্রত্যেক দলের কাছে। প্রত্যেকবারের মতো বিশ্বকাপও আমি উৎসাহ নিয়ে দেখব।'


কলকাতায় এসে সৌরভ গঙ্গোপাধ্যায় সঙ্গে সাক্ষাৎ করবেন না সেটা অসম্ভব। বাংলার দাদার জন্য সফরে আলাদা করে সময় বের করে রেখেছেন মুরলী।

Commentaires


bottom of page