রাজ্য জুড়ে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এই ডেঙ্গির পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই আজ ডাকা হয়েছে রাজ্যের জোড়া বৈঠক।
নবান্ন থেকে ডেকে পাঠানো হয়েছে হাওড়া, হুগলি,উত্তর 24 পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা শাসককে ।
সকাল ১১ টা থেকে এই চার জেলার হটস্পট নিয়ে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কথা বলবে নবান্নে শীর্ষকর্তারা।
বেলা বারোটার সময় রাজ্যের তরফে সকল জেলার সঙ্গে ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে। সকল জেলার জেলাশাসককে উপস্থিত থাকতে বলা হয়েছে।
হুগলি জেলার গ্রামাঞ্চলে ডেঙ্গির প্রকোপ বাড়ায় বলাগড়,পান্ডুয়া ও চন্ডীতলাকে ডেঙ্গুর 'রেডজোন ' হিসাবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনায় আটটি হটস্পট চিহ্নিত করা হয়েছে।
মুর্শিদাবাদের সুতি, লালগোলা, ভগবানগোলা ব্লক, নদিয়ার রানাঘাট, হরিণঘাটা ব্লক, উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম, বনগাঁ এবং বিধাননগরে ডেঙ্গির প্রকোপ আশঙ্কাজনকভাবে বেশি।
স্বাস্থ্য ভবন, প্রশাসন এবং স্বাস্থ্য কেন্দ্রগুলি সতর্কতা বাড়াচ্ছে। এবং ডেঙ্গি প্রতিরোধের বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার বার্তা লাগাতার প্রচার করছে।
コメント