
রাজ্য থেকে বৃষ্টি এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না। যেমন, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের ছয় জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি স্পেল চলতেই থাকবে, বৃষ্টি পড়তেই অস্বস্তি কমবে তবে কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি নিচে থাকবে।
দক্ষিণের বঙ্গোপসাগরের নিম্নচাপ স্থলভাগের অনেকটা ভেতরেই ঢুকে পড়েছে। নিম্নচাপের প্রভাবে বাংলায় বৃষ্টি চলতেই থাকছে। মৎস্যজীবীদের আজ রবিবার সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরো বৃষ্টি বাড়বে বলে জানা গিয়েছে। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে, মঙ্গলবার অতি ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া চলে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির স্পেল চলবে বুধবার পর্যন্ত।
এরপর শহর কলকাতায় রবিবার সারাদিন মেঘলা আকাশে থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত এই আবহাওয়া টিকে থাকবে বলে জানা গিয়েছে কলকাতায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকই ছিল, অর্থাৎ ২৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল, সেপ্টেম্বর মাসের শেষ দিনে, শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ৫ ডিগ্রি কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৯ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টির পরিমাণ ছিল ৫৭.৪ মিলিমিটার আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
תגובות