জি২০ বৈঠকের মাঝেই জল্পনা রামমন্দির উদ্বোধন নিয়ে, তারপরই চূড়ান্ত হবে লোকসভা ভোটের দিনক্ষণ
- Jaita Chowdhury, WTN
- Sep 10, 2023
- 1 min read

ভারতের আবেদন মেনেই শনিবার জি২০ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে স্থান পেতে চলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। ওয়াকিবহল সূত্রে খবর, কূটনৈতিক ভারসাম্যের কথা মাথায় রেখেই গৃহীত হয়েছে এই প্রস্তাব।
ভারতের তরফে দুই দেশের কাছেই সঙ্কট মোকাবিলার আর্জি জানানো হয়েছে সেই যৌথ ঘোষণাপত্রের খসড়ায়। যদিও জি২০ রাষ্ট্রনেতাদের কাছে বিষয়টি এখনও আলোচনাধীন।
সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার সকালের বৈঠকের আগে ইউক্রেন সঙ্কট সংক্রান্ত একটি খসড়া যৌথ ঘোষণাপত্রে যুক্ত করা হয়।
উল্লেখ্য, এ নিয়ে আমেরিকা এবং ইউরোপের দেশগুলির সঙ্গে মতপার্থক্য রয়েছে চিনের। ফলে শেষ পর্যন্ত, রাষ্ট্রনেতাদের ঐকমত্য গঠন হবে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় থাকছে।
অন্যদিকে, জি২০ সম্মেলনের মাঝেই রামমন্দির উদ্বোধনের দিন নিয়ে চাপানোতর শুরু দিল্লিতে। সূত্রের খবর, ২১ থেকে ২৪ জানুয়ারির মধ্যে একটি শুভক্ষণে মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
'রামমন্দির' প্রসঙ্গ নিঃসন্দেহে কিছুটা হলেও উস্কে দিচ্ছে লোকসভা নির্বাচনের জল্পনাকে। সম্ভবত ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনের দিন ধার্য করা হবে। এরপরই অন্তর্বর্তী বাজেট হওয়ার কথা। তারপরই সম্ভবত লোকসভার ভোট করার পরিকল্পনা নির্বাচন কমিশনারের।
Comments