রাজ্যে ডেঙ্গির যা পরিস্থিতি, স্বাস্থ্য ভবন যথেষ্ট চিন্তায় রয়েছে। প্রতিদিনই প্রায় ২৫০-৩০০ জনের ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার কথা শোনা যাচ্ছে।
গ্রামের ডেঙ্গি রোগীকে শহরে রেফার করা হচ্ছে। এর ফলে শহরের হাসপাতালে চাপ পড়ছে। ডেঙ্গির কারণে মৃত্যুও ঘটছে ঘটছে অনেক মানুষের।
স্বাস্থ্য ভবন সূত্রের খবর, ডেঙ্গি নিয়ন্ত্রনের জন্য জেলায় জেলায় চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়োগ করা হচ্ছে। এই পরিস্থিতিতে হাল ধরতে চাইছে স্বাস্থ্য ভবন। এই বছর শহরের পাশাপাশি গ্রামগুলিতেয় ডেঙ্গির প্রকোপ বেড়েছে।
গ্রামাঞ্চলের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ মূলত দুইটিঃ এক, ডেঙ্গিমৃত্যু ঠেকানো যাচ্ছে না। চিকিৎসার পর যত ক্ষণে রোগীকে শহরে রেফার করা হচ্ছে, তত ক্ষণে দেরি হয়ে যাচ্ছে। এবং দুই, কোনো কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে অযথা ডেঙ্গি রোগী কলকাতা বা অন্য বড় শহরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ দায় নিতে চাইছেন না।
এই দুই ‘রোগ’ সারাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। রোগীদের নিয়ে জেলার বাইরে যাতে যেতে না হয় তাই নিয়ে ভাবছে স্বাস্থ্যকর্মীরা।
সরকারের পক্ষ থেকে এখনও রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কত তা জানানো হয়নি। তবে বিশেষ করে, রাজ্যের ৩ টি জেলার ডেঙ্গি আক্রান্ত নিয়ে চিন্তায় আছেন স্বাস্থ্যভবনঃ উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া।
এই তিন জেলার মোট ৮-টি এলাকাকে ডেঙ্গির হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। বৃষ্টির কারণে জল জমে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।
Commentaires