top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

পুজোর আগেই বিশেষ বাস পরিষেবা শুরুর কথা জানালেন পরিবহনমন্ত্রী


সরকারি ছুটির দিনেও বিশেষ বাস পরিষেবা। পুজোর বাজারের জন্য যাত্রীদের সুবিধার্থে বিশেষ বাস পরিষেবা আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর মধ্যে মিলবে পরিষেবা, জানিয়েছে পরিবহন দফতর।


পুজোর বাজারের মরসুমের কথা মাথায় রেখে এসপ্ল্যানেড, শ্যামবাজার এবং গড়িয়াহাটের মতো গুরুত্বপূর্ণ বাজার এলাকাগুলি থেকে বিশেষ বাস পরিষেবা শুরু করেছে রাজ্য পরিবহন দফতর। সামনেই পুজো, সেই পুজো পরিক্রমার কথা ঘোষণার সময়ে বাস পরিষেবা শুরু করার কথা বলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।


পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, এসপ্ল্যানেড থেকে হাওড়া এবং ডানলপ রুটে বাস চলবে সেই পরিকল্পনা করা হয়েছে। এই ক্ষেত্রে প্রথমে বি বা দী বাগ স্ট্যান্ড রোড হয়ে হাওড়া স্টেশন এরপর দ্বিতীয় ক্ষেত্রে চিত্তরঞ্জন অভিনিউ, বিবেকানন্দ রোড, হাতিবাগান, শ্যামবাজার, বি টি রোড হয়ে ডানলপ পর্যন্ত বাস চলবে।


ভিড়ের সময়ে হাওড়া এবং ডানলপগামী বাসের ছয়টা এবং তিনটি করে ট্রিপ করার কথা এখনো অবধি ভাবা হয়েছে। এসপ্লানেড থেকে দুপুরের পরে হাওড়াগামী বাস গ্র্যান্ড হোটেলের উল্টো দিক থেকে এবং ডানলপগামী বাস এল ২০ বাসস্ট্যান্ড থেকে ছাড়বে। এর পাশাপাশি, অপর একটি রুটে শ্যামবাজার থেকে বি টি রোড হয়ে ব্যারাকপুর পর্যন্ত বাস চালানো হবে।


দক্ষিণের গুরুত্বপূর্ণ বাজার এলাকা গড়িয়াহাট থেকে সবচেয়ে বেশি ৩টি রুটে বাস চলবে। প্রতি ক্ষেত্রেই বাস ছাড়বে বালিগঞ্জ বাস টার্মিনাস থেকে।



এর পাশাপাশি মেট্রোর পরিষেবা বাড়ানোর কথা শুরু হচ্ছে আজ থেকে, পুজোর কথা মাথায় রেখে। পরিবহন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, উত্তর ও দক্ষিণ মেট্রোর পাশাপাশি ২৮ সেপ্টেম্বর থেকে সরকারি বাসের বিশেষ পরিষেবা শুরু হলে রোজ যাতায়াতকারী যাত্রীদের অনেকটাই সুবিধে হবেপুজোর আগেই বিশেষ বাস পরিষেবা শুরুর কথা জানায় পরিবহনমন্ত্রী



সরকারি ছুটির দিনেও বিশেষ বাস পরিষেবা। পুজোর বাজারের জন্য যাত্রীদের সুবিধার্থে বিশেষ বাস পরিষেবা আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর মধ্যে মিলবে পরিষেবা জানিয়েছে পরিবহন দফতর।



পুজোর বাজারের মরসুমের কথা মাথায় রেখে এসপ্ল্যানেড, শ্যামবাজার এবং গড়িয়াহাটের মতো গুরুত্বপূর্ণ বাজার এলাকা গুলো থেকে বিশেষ বাস পরিষেবা শুরু করেছে রাজ্য পরিবহন দফতর। সামনেই পুজো, সেই পুজো পরিক্রমার কথা ঘোষণার সময়ে বাস পরিষেবা শুরু করার কথা বলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।



পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, এসপ্ল্যানেড থেকে হাওড়া এবং ডানলপ রুটে বাস চলবে সেই পরিকল্পনা করা হয়েছে। এই ক্ষেত্রে প্রথমে বি বা দী বাগ স্ট্যান্ড রোড হয়ে হাওড়া স্টেশন এরপর দ্বিতীয় ক্ষেত্রে চিত্তরঞ্জন অভিনিউ, বিবেকানন্দ রোড, হাতিবাগান, শ্যামবাজার, বি টি রোড হয়ে ডানলপ পর্যন্ত বাস চলবে।




ভিড়ের সময়ে হাওড়া এবং ডানলপগামী বাসের ছয়টা এবং তিনটি করে ট্রিপ করার কথা এখনো অবধি ভাবা হয়েছে। এসপ্লানেড থেকে দুপুরের পরে হাওড়াগামী বাস গ্র্যান্ড হোটেলের উল্টো দিক থেকে এবং ডানলপগামী বাস এল ২০ বাসস্ট্যান্ড থেকে ছাড়বে। এর পাশাপাশি, অপর একটি রুটে শ্যামবাজার থেকে বি টি রোড হয়ে ব্যারাকপুর পর্যন্ত বাস চালানো হবে।


দক্ষিণের গুরুত্বপূর্ণ বাজার এলাকা গড়িয়াহাট থেকে সবচেয়ে বেশি ৩ টি রুটে বাস চলবে। প্রতি ক্ষেত্রেই বাস ছাড়বে বালিগঞ্জ বাস টার্মিনাস থেকে।



এর পাশাপাশি মেট্রোর পরিষেবা বাড়ানোর কথা শুরু হচ্ছে আজ থেকে, পুজোর কথা মাথায় রেখে। পরিবহন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, উত্তর ও দক্ষিণ মেট্রোর পাশাপাশি ২৮ সেপ্টেম্বর থেকে সরকারি বাসের বিশেষ পরিষেবা শুরু হলে রোজ যাতায়াতকারী যাত্রীদের অনেকটাই সুবিধে হবে

Comments


bottom of page