top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

'হাইকোর্ট রাজ্যপালের বিরুদ্ধে যে হলফনামা চেয়েছে তা ঠিক করেনি,' স্পিকার


মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন বিল সংক্রান্ত মামলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের দফতরের হলফনামা চেয়েছিল কলকাতা হাই কোর্ট।


আজ বুধবার, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধন) বিলের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিপর্বে আগামী ৪ই অক্টোবরের মধ্যে রাজ্যপালকে হলফনামা দিতে বলা হয়। হলফনামা জমা দেওয়ার পর আগামী ১৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করে কলকাতা হাইকোর্ট।


এই হলফনামার তীব্র সমালোচনা করেছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিহার বিধানসভার একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করতে এসে তিনি সংবাদমাধ্যমকে জানান,"কোনো বিল বিধানসভায় পাস হওয়ার পর তা রাজ্যপালের কাছে পাঠালে তিনি বিবেচনার জন্য ফেরত পাঠাতেই পারেন। তিনি মনে করলে রাষ্ট্রপতির কাছেও পাঠাতে পারেন। তাঁকে যে সই করতেই হবে এমন কোনও কথা সংবিধানে বলা হয়নি।হাইকোর্ট রাজ্যপালের বিরুদ্ধে যে হলফনামা চেয়েছে তা ঠিক করেনি।"


তিনি আরো বলেন,"কোন বিল বিধানসভায় পাস হওয়ার পর তা রাজ্যপালের কাছে পাঠালে তিনি বিবেচনার জন্য ফেরত পাঠাতেই পারেন। তিনি মনে করলে রাষ্ট্রপতির কাছেও পাঠাতে পারেন। তাঁকে যে সই করতেই হবে এমন কোনও কথা সংবিধানে বলা হয়নি।"

Comentarios


bottom of page