top of page

লন্ডন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের দিন সানা গাঙ্গুলীর সাথে সৌরভ এবং তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলী।

Writer: Afsana Nigar, WTNAfsana Nigar, WTN

সৌরভ গাঙ্গুলী ও ডোনা গাঙ্গুলীর মেয়ে সানা গাঙ্গুলী এখন অনেক বড় হয়ে গিয়েছেন। লন্ডন ইউনিভারসিটি থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক হয়েছেন তিনি। সানা গঙ্গুলীর এই সাফল্য উদযাপন করার জন্য সৌরভ এবং ডোনা গিয়েছেন লন্ডনে তাঁদের মেয়ের কাছে।


আপাতত কয়েক সপ্তাহ সেখানেই মেয়ের সঙ্গে কাটাবেন তারা। পড়াশোনা করতে করতেই সানা গাঙ্গুলী তার মেধার জোরে বড় একটি কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছেন।


স্নাতক স্তরের ডিগ্রি অর্জন করার অনেক আগেই সানার এসেছে বিশ্ব বিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করার সুযোগ। এই সংস্থার হাত ধরে বড় বড় বেশ কিছু কোম্পানিতে সানা কাজ করছেন।


কলকাতার একটি নামী স্কুল থেকে প্রাথমিক পর্যায়ের পড়াশোনা শেষ করার পর ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে অর্থনীতিতে স্নাতক স্তরের জন্য তিনি পড়াশোনার করার সুযোগ পেয়ে যান।


পড়াশোনার জন্য তাকে চার বছর এখানে কাটাতে হয়। তবে বাবার অর্থ খরচ করে সানা গাঙ্গুলী যে‌ শুধু পড়াশোনা করছে তাই নয়। ইতিমধ্যেই তিনি নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছেন, এবং কতটা খুশি হয়েছেন বাবা হিসেবে সৌরভ গাঙ্গুলী, তা বলার অবকাশ নেই। তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে আজকের দিনের ছবি পোস্ট করেছেন।



Comments


bottom of page