শিক্ষক নিয়োগে দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের কিছু নেতাদের। এই বিষয়ে তদন্তে নেমেছে সিবিআই এবং ইডি। দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করছেন যোগ্য হিসেবে স্বীকৃত কিন্তু নিয়োগ না পাওয়া যুবক-যুবতীরা। বিষয়টি আদালতে দীর্ঘ সময় ধরে এক আলোচ্য বিষয়। এই নিয়োগ দুর্নীতি সুত্রেই জেল হেফাজতেআছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এমন পরিস্থিতিতে তৃণমূল সাংসদ সৌগত রায় ব্যাখা করলেন কেন শিক্ষক নিয়োগে এমন দুর্নীতি। উত্তর দমদম পৌরসভার তরুণ সেনগুপ্ত স্মৃতিভবনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে নিজের বক্তব্যে তিনি বলেন, শিক্ষাকে কেউ আর এখন মিশন হিসেবে নেয় না। পেশা হিসেবে নেয়। কোনো চাকরি পাচ্ছি না, তাই শিক্ষকতা করব। যে কোনো মূল্যে করতেই হবে। সেই জন্য প্রাথমিক চাকরি পাওয়ার জন্য এত দুর্নীতি হচ্ছে।”
শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় বুঝিয়ে দিলেন বিগত বাম্ফ্রন্টের বিরুদ্ধে তাঁর ক্ষোভ যে প্রশমিত হয়নি। একটি পুরনো ঘটনার উল্লেখ করে তিনি বলেন, "কমিউনিস্টের আমি জিজ্ঞাসা করলাম, দাদা আপনারা বাস জ্বালান কেন? ওরা বলল, শিক্ষকদের মাইনে না বাড়লে শিক্ষা ভাল হবে না।"
বর্তমান কালের শিক্ষার মান প্রসঙ্গেও তৃণমূল সাংসদের মন্তব্য, “আজকে প্রশ্ন হল শিক্ষকদের মাইনে তো বেড়েছে। ছেঁড়া জামা থেকে এখন টেরিলিনের শার্ট হয়েছে। শিক্ষা কি অত ভাল হয়েছে?”
নিয়োগ দুর্নীতি বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করতে গিয়ে তিনি মন্তব্য করেন, “টাকা পয়সা দিয়ে একবার ঢুকে পড়তে পারলে সারা জীবনের জন্য একটা কর্মসংস্থান হয়ে গেল। আর এই পেশায় মাইনে বেশি। সেই কারণেই এত দুর্নীতি।”
নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে বিরোধী দলগুলি। এই প্রসঙ্গে সৌগত রায় পরিষ্কার জানিয়ে দেন যে দুর্নীতিগ্রস্ত নেতাদের পাশে তৃণমূল সরকার নেই। অন্য নেতাদের মতো তিনিও জানান, “দুর্নীতির ব্যাপারে যা ব্যবস্থা নেওয়া হচ্ছে তা আইনত হোক।”
Comments