সংসদের বিশেষ অধিবেশনে নয়টি বিষয়ে আলোচনা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন সোনিয়া গান্ধী।
শুধুমাত্র সরকারই যে বিষয়গুলো নিয়ে সংসদে তুলতে চাইবেন সেই বিষয়ই যে আলোচনা হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। বেশ কিছু বিষয় এমনও থাকতে পারে যে বিষয়গুলো নিয়ে বিরোধীরা আলোচনা চাইতে পারেম। সে বিষয়গুলি নিয়েও আলোচনার পরিসর দেওয়া হোক আগামী ১৮ই সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সংসদের বিশেষ অধিবেশনে, এমনটাই চিঠির সারমর্ম।
এই বিশেষ অধিবেশনে আলোচনার জন্য চিঠিতে ৯-টি ইস্যুর তালিকাও পাঠিয়েছেন সোনিয়া গান্ধী। তিনি দাবি করেছেন দেশে আবশ্যিক জিনিসপত্র সহ অন্যান্য সবকিছুর মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা, চিনা আগ্রাসন , আর্থিক পরিস্থিতির অবনতি।
এছাড়াও সোনিয়া গান্ধী মনিপুরের জ্বলন্ত পরিস্থিতি নিয়েও আলোচনার দাবি জানিয়েছেন। এছাড়াও, তাঁর তালিকা অনুযায়ী আদানি মামলায় যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি নিয়ে চর্চা, দ্রুত জাতি সমীক্ষা ইত্যাদি নিয়ে আরও নানান সমস্যা নিয়ে সরকার পক্ষের সঙ্গে আলোচনার প্রসঙ্গ উত্থাপন চেয়েছেন তাঁর লেখা চিঠিতে।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্র। কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলেননি প্রধানমন্ত্রী।
স্বাভাবিকভাবেই ওই অধিবেশন ঘিরে জল্পনা-কল্পনার অন্ত নেই। ওই বিশেষ অধিবেশনে দেশের নামবদল সহ 'এক দেশ এক ভোট' প্রস্তাবনার জন্যে নিমিত কমিটির রিপোর্ট পেশের পর সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
Comentários