top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

জলপাইগুড়ি শহরে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল ছেলের

মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো ছেলের।আজ সকাল জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।অল্পের জন্য রক্ষা পেয়েছেন পরিবারের আরও তিন সদস্য।


জানাগিয়েছে, এদিন সকালে বিদ্যুৎ পৃষ্ঠ হন বৃদ্ধা ননিবালা রায়।পাশের ঘরে থাকা মায়ের আর্ত চিৎকার শুনে বাঁচাতে যান ছেলে টিঙ্কু রায়।


তিনিও বিদ্যুৎপৃষ্ঠ হন। হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। টিঙ্কু বাবুর স্ত্রী ও ছেলে মেয়ে ঘটনার সময় উপস্থিত থাকলেও অল্পের জন্য রক্ষা পান তারা।


স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, গতকাল রাতে আচমকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ননীবালা রায়ের বাড়ি। তারপরে বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে পরিষেবা স্বাভাবিক করে দিয়ে যান।


প্রতিবেশীদের দাবি, বিদ্যুৎ দফতরের কর্মীদের ভুলে গোটা বাড়ি শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনা। যদিও বিদ্যুৎ দফতরের কর্মীদের দাবি বাড়ির ভেতরের ওয়ারিং-এর গণ্ডগোলের কারনে এই ঘটনা।


গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Comments


bottom of page