top of page

মহাকাশে বিরল নজির আদিত্য এল ১! জানা গেল অজানা তথ্য

Writer's picture: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


সূর্যের আরও একটু কাছে গেল সৌরযান আদিত্য এল-১। পৃথিবীর চার নম্বর কক্ষপথও অতিক্রম করলো ইসরোর আদিত্যযান। এরপরই শুরু করলো নিজের কাজ।


প্রথম তথ্যটি সুপরাথার্মাল আয়ন, বা খুব শক্তিশালী কণা এবং ইলেকট্রন সংক্রান্ত। আদিত্য এল ১ রিমোট সেন্সিং পে-লোড পৃথিবী থেকে ৫০,০০০ কিলোমিটারেরও বেশি দূরে সুপরাথার্মাল আয়ন, বা খুব শক্তিশালী কণা এবং ইলেকট্রনের পরিমাপ শুরু করেছে।


পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরের সূর্য-পৃথিবী ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১-র ১১০ দিনের যাত্রা শুরু করে।


জানা গিয়েছে, আদিত্য-এল ১-এর মিশন হলো সূর্যের ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও তা পরীক্ষা করা।


Comments


bottom of page