বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশী চোরাচালানকারীর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ভীমপুর থানার রাঙিয়ারপোতা সীমান্তে। মৃতের নাম মহম্মদ রবিউল হক, তার বাড়ি বাংলাদেশের চুয়াডাঙা জেলার পীরপুরকুল্লা গ্রামে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে চোরাচালানকারীদের একটি দল সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করলে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে বাধা দেয়। তখন তারা হামলা চালায়। বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার জন্য গুলি চালালে ওই পাচারকারী গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কুল্পি : খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি কুলপি থানার বেল পুকুর এলাকার।
জানা যায়, বৃহস্পতিবার সকালে বেলপুকুর এলাকার বাসিন্দারা দেখতে পান হুগলি নদী সংলগ্ন বেলপুকুর এলাকার একটি খালে এক যুবকের দেহ ভাসছে। ঘটনার খবর চাউর হলে এলাকায় ভিড় জমান স্থানীয়রা।
পরে কুল্পি থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে যুবকের শনাক্তকরণের জন্য তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।
কীভাবে মৃত্যু হল ওই যুবকের? খুন নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোন কারণ তা খতিয়ে দেখছে কুলপি থানার পুলিশ।
Comments