‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটিতে ছিল না সিপিএম। আলাদা করে দেখা করছেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
গত বুধবার সীতারাম বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতীশ কুমারের সঙ্গে দেখা করে 'ইন্ডিয়া ' জোটকে শক্তিশালী করার কথা বলেন। বৃহস্পতিবার আরজেডি নেতা লালুপ্রসাদের বাড়িতেও দেখা করতে গেছিলেন তিনি। ওই সাক্ষাৎকারে ছিলেন লালুপুত্র তেজস্বী যাদবও।
গত ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া’র জোটের মুম্বইতে সমন্বয় কমিটি বৈঠক ছিল। সেই বৈঠকে সিপিএমের তরফ থেকে কেউ উপস্থিত ছিল না। কিন্তু তার পরের দিন অথাৎ ১৪ সেপ্টেম্বর এনসিপি নেতা শারদ পওয়ারের দিল্লির বাড়িতে দেখা করতে যান ইয়েচুরি।
এরপরে ১৬ ও ১৭ সেপ্টেম্বরের সিপিএম-এর পলিটব্যুরোর বৈঠকে সিদ্ধান্ত নেয় যে তারা 'ইন্ডিয়ার ' সমন্বয় কমিটিতে যোগ দেবেন না। কারণ, ওই কমিটিতে রয়েছে তৃণমূল ও কংগ্রেস। পশ্চিমবঙ্গ এবং কেরলে সিপিএম এই দুই রাজনৈতিক দলের বিপক্ষে লড়ছে।
Comments