সাত্যকির বেড়ে ওঠার প্রাঙ্গণ 'যাদবপুর বিশ্ববিদ্যালয়। শাস্ত্রীয় সংগীত শিখে লোকগানে, মূলত মহাজনী বাউল-ফকির সন্ধান করেছেন নানান আখড়ায়। কলেজ থেকে স্নাতকোত্তর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে উদাস হয়েছেন। তত্ত্ব-চর্চা করেছেন। নয়ের দশক জুড়ে বড় হওয়া সাত্যকি ও যাদবপুর 'দেওয়া-নেওয়া' করেছে অনেক। ঝিলপাড়, ওয়ার্ল্ড ভিউ, ওয়েটি বা মিলনদা ভায়া 'য়ে কোনও জায়গা' মুখর করেছেন সুরে, নামা রকম ভাবচর্চায়।
সুমন-মহীন হয়ে, পরবর্তী নানান ভাবের নানা গানের শ্রুতি ধরা আছে সাত্যকির। সম্প্রতি 'বিরোহী' ওয়েব সিরিজে সুর দিয়েছেন, জনপ্রিয়তা পেয়েছেন। বিস্তীর্ণ তাঁর শ্রোতামন্ডলি।
নদিয়ার কিশোর ছাত্রের মৃত্যু, Ragging-এর অভিযোগ ও সিসিটিভি বিতর্ক, মানে 'চলতি যাদবপুর-কাণ্ড' নিয়ে মুখ খুললেন সাত্যকি।
আসা যাওয়ার পথে আজো মাঝেমাঝে গলায় দোতারা দোলে। ওঁর দোতরাময় ছাত্রজীবনের সাক্ষী বৃহত্তর যাদবপুর।
Comments