আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য কসবার বেসরকারি স্কুল, সিলভার পয়েন্ট হাই স্কুল বন্ধ করে দেওয়া হলো। আজ সকালে স্কুল গেটের সামনে ঝুলছে এমনই নোটিশ, যার মধ্যে রয়েছে স্কুল প্রিন্সিপালের স্বাক্ষর।
আজ সকালে অভিভাবকরা তাদের ছেলেমেয়েদেকে স্কুলে পৌঁছাতে গিয়ে দেখে স্কুল গেটের সামনে ঝুলছে এক নোটিশ। যার মধ্যে লেখা রয়েছে এখন বন্ধ থাকবে স্কুল, পরবর্তী নোটিশ দাওয়া আগে অব্দি খোলা হবে না স্কুল। এর সঙ্গেআরও লেখা রয়েছে, তারা শানের মৃত্যুতে শোকগ্রস্ত।
দশম শ্রেণীর শেখ শানের মৃত্যুর তিনদিন বাদেই বন্ধ হল স্কুল। শানের বাবা, শেখ পাপ্পু কসবা থানায় লিখিত অভিযোগ জানায় স্কুলের প্রধানশিক্ষক, সহকারী প্রধানশিক্ষক এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে যা ভারতীয় দণ্ডবিধির অনুযায়ী খুনের মামলায় পরে।
হঠাৎ স্কুল বন্ধের খবর শুনে, চিন্তার ভাজ পড়েছে কপালে বাকি অভিভাবকদের কপালে। শিক্ষাবর্ষের মাঝপথে তাদের ছেলেমেয়েদের অন্য স্কুলে ভর্তি করানোও সম্ভব নয়।
একজনা পড়ুয়ার মৃত্যুর কারণে বাকি স্কুলের পড়ুয়ার এই ক্ষতি কি মানা যায় ? নাকি সচল বন্ধ রাখাটাই শ্রেয় ? এত গুলো পড়ুয়ার শিক্ষার এই ক্ষতি কীভাবে মিটবে ? নাকি স্কুল কর্তৃপক্ষ নিজেদের কোনো গাফিলতির ভয়ে এই সিদ্ধান্ত নিল।
?
Comments