top of page

শিলিগুড়ির আদিবাসীদের বিক্ষোভ, চা বাগানের আবাস ভাড়া নয়, চাইছেন মালিকানা


উত্তরবঙ্গের চা শ্রমিকরা এবার মালিকানা চায় তাদের বাসস্থানের।আর ভাড়া নয়। এবার স্থায়ী ঠিকানা ও মালিকানা চায় আদিবাসী শ্রমিকরা। দাবি, কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না বাসস্থল থেকে। যে চা বাগানগুলির জমিতে তাঁরা বসবাস করছে, সেই জমির হিসাবের খাতা দিতে হবে।মূলত এই ইস্যুতে আজ শিলিগুড়িতে মিছিল করে বিক্ষোভ দেখালো ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটস।


ইতিমধ্যেই শ্রমিকদের ৫ ডেসিমেল জমির পাট্টা দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু চা-শ্রমিকরা এই নির্দেশিকা মানতে নারাজ। জানিয়ে দিলেন যদি তাঁদের দাবি না মানা হয়, তাহলে চা শ্রমিকরা শুরু করবে বৃহত্তর আন্দোলন। মুখ্যমন্ত্রী এ বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন, তা জানতে তাঁরা উৎসুক।


পুজোর আগে আবার জটে চা শিল্প। কোথাও শ্রমিক বিক্ষোভ, কোথাও বন্ধ চা বাগান খোলার দাবিতে বিক্ষোভ। সব মিলিয়ে পুজোর চায়ের স্বাদটা তেতো এই বাংলায়।

Comments


bottom of page