তার জামানা নাকি শেষ, ফিটনেস নেই, আগের সেই খেলা এখন আর খেলতে পারেন না। এই সমস্ত কথাই শুনতে হয়েছিল আজকের ম্যাচের প্রথম সেঞ্চুরিয়ানকে। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ২য় ওডিআই তে শ্রেয়াস আইয়ারের নামের পাশে বসেছে ৯০বলে ১০৫ রানের তকমা, সাথে ১১টি চার এবং ৩টি ওভার বাউন্ডারি।
ম্যাচে অন্য একজন সেঞ্চুরি করেছেন শুভমান গিল। ৯৭ বলে ১০৪। শ্রেয়াস এবং শুভমান-এর পার্টনারশিপ ছিলো ১৫০ রানের।
এক কথায়, সমালোচকদের মুখে একদম ঝামা ঘষে দিয়েছেন শ্রেয়াস আইয়ার। বুঝিয়ে দিলেন হাতে ব্যাট ধরলে তিনি এখনও রাজা।
বর্তমানে ম্যাচের বয়স ইন্ডিয়া ৩৯ ওভারে ২৮৯/৩
Comments