top of page

পূর্ব বর্ধমানের খন্ডঘোষে ফের ঘটলো শ্যুট আউটের ঘটনা


সম্প্রতি বর্ধমান অঞ্চলটিতে বেশ কয়েকটি অপরাধের ঘটনায় বিচলিত বর্ধমানবাসীরা। বিভিন্ন এলাকায় রীতিমতো বন্দুক প্রদর্শন থেকে শুরু করে গুলি চালানোর ঘটনা ক্রমশই বাড়ছে।


আজ বুধবারে পূর্ব বর্ধমানের খন্ডঘোষের কৈয়ড় অঞ্চলের আড়িন গ্রামে আরেকবার

গুলি চালানোর ঘটনা ঘটলো।গুলিবিদ্ধ অভিজিৎ রায় ওরফে দুষ্টু নামে ২৬ বছরের যুবকজখম হয়ে এখন হাসপাতালে ভর্তি.


জানা গেছে, গুলিবিদ্ধ ‘দুষ্টু’ পুরোনো গাড়ি কেনাবেচা করতো। সেই সূত্রে টাকা আদায়ের জন্য এক যুবক আজ সকালে তার বাড়িতে আসে।


দশ হাজার টাকা পাওনা বিষয়ে অভিজিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় যুবকের। এরপর কথা বলে অভিজিত ঢুকে যায় বাথরুমে। বাথরুম থেকে বার হতেই যুবক বন্দুক বার করে অভিজিতকে লক্ষ্য

করে গুলি চালায়, এবং তারপরে বাইকে চম্পট দেয়।


আহত অভিজিতকে প্রতিবেশী ও পুলিশ নিয়ে যায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

অভিজিতের বাড়িতে দুটি সিসি ক্যামেরা কিছুদিন আগেও লাগানো ছিল। কিন্তু দুই সপ্তাহ আগে ক্যামেরা দুটিকে খুলে অভিজিত নিজের দোকানে লাগিয়ে দেয়।


ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।



Comments


bottom of page