top of page

ভিন্ন ধর্ম, একটি ঈশ্বর

অ্যাটলি কুমার পরিচালিত চলচ্চিত্র "জওয়ান " মুক্তি পেতে চলেছে ৭ সেপ্টেম্বর। তার আগেই আজ শাহরুখ খান তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির দর্শনে যান।


কিং খান এর সঙ্গে যায় তার কন্যা সুহানা খান এবং এই চলচ্চিত্রের অভিনেত্রী ন্যান্থার ও তার স্বামী ভিগনেশ শিবান।

গণতান্ত্রিক ভারতবর্ষে এই দৃশ্য অতি স্বাভাবিক এক প্রার্থনা হিসেবে পেলে তা স্বস্তিজনক হতো। কিন্তু দেশের সামাজিক বাতাবরনেই তা হয়ে উঠলো দুর্লভ এক সংশ্লেষনের মুহূর্ত।


বস্তুত, শাহ্রুখ কন্যার কাছে যেমন তার বাবা এবং মা গৌরী খান-এর কাছে এমন প্রার্থনা তার ছোটবেলা থেকেই অতি স্বাভাবিক এক আস্থার স্বাভাবিক এক নিদর্শন হয়ে এসেছে। অথচ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন হিন্দু হয়ে যখন ঈদের সময় কাপড়ে মাথা ঢেকে রাখেন, তখন তা নিয়ে নানান আলোচনায় মানুষ মুখর হয়ে ওঠে।


সেরকমই সাধারণ কোন হিন্দু ধর্মের ব্যক্তি মসজিদে যাওয়াটা যেমন দেখা যায় না, তেমনি কোন মুসলিম ব্যক্তিকে মন্দিরে যেতে দেখা যায় না। তবে সেলিব্রিটিদের কাছে ব্যাপারটা যত সহজ, সাধারণ ভারতবাসীর জন্যে তা ব্যতিক্রমী সাহস এবং উদারতা হিসেবেই গণ্য হয়, যা পদে পদে সমালোচিত হয়ে থাকে। ব্যক্তির আবেগ ও তার আস্থা তার নিজেরই , যা নিয়ে অন্যদের সমালোচনা অনুচিত।


দুর্ভাগ্য এটাই যে তারকারা এই দেশে আমাদের দিশা দেখায়, তবু আমরা দেখেও দেখিনা।



Коментарі


bottom of page