।একের পর এক রেকর্ড ভাঙার খেলায় নেমেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পাঠানের পর এবার জওয়ান। বিশ্বজুড়ে বক্স অফিসে মোট ৫৩৫ কোটির ব্যাবসা করে নিয়েছে শাহরুখের নতুন ছবি
জওয়ান।
শাহরুখ খানের জওয়ান মুক্তি পায় ৭ই অগস্ট। মুক্তি পেতে না পেতেই এই অ্যাকশন থ্রিলার ভেঙে দেয় পাঠানের সমস্ত রেকর্ড।
হিন্দি ছবির ক্ষেত্রে এই বছরে সবথেকে বড় ওপেনিং দিয়েছিল শাহরুখের ‘পাঠান’-ই। প্রায় ৫৭ কোটি। তবে এবার জওয়ান দেয় ৭৫ কোটির ওপেনিং।
এর মধ্যে হিন্দি ভার্সনের আয় ৬৫.৫ কোটি। ৫.৫ কোটি তামিলের আর ৪ কোটি তেলুগুর।
‘জওয়ান’-এর সঙ্গে তালে তাল মিলিয়ে বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে ‘দ্য নান ২’। প্রথম সপ্তাহান্তে সারা বিশ্বে ৭০৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
সেই তুলনায় শুধুমাত্র আমেরিকা থেকেই ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে ৪৭৩ কোটি টাকার কিছু বেশি। সুতরাং বলাই চলে ভারতীয় ছবির জনপ্রিয়তার কাছে অনেকটাই পিছিয়ে হলিউড।
তবে শাহরুখ এখানেই থামছেন না।
দিওয়ালি-তে সলমন খানের টাইগার ৩-ছবিতে ক্যামিও হিসেবে পর্দায় আসবেন ‘জওয়ান’ শাহরুখ।
এছাড়াও এই বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানির পরিচালনায় তাপসী পান্নুর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে শাহরুখ খানের ‘ডাঙ্কি’.
জুলি সাউ
Comments