top of page

ইন্দোরে আজ ইন্ডিয়া-অস্ট্রেলিয়ার দ্বিতীয় মহারণ


প্রথম ওডিআই এ মোহালিতে মোহাম্মদ সামির অসাধারণ ইনিংসের পর আজ ইন্দোরের হলকর স্টেডিয়ামে দ্বিতীয় ওডিআই, বিপক্ষ সেই অস্ট্রেলিয়া।


টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার আজকের ম্যাচের অধিনায়ক স্টিভ স্মিথ।


ইন্ডিয়ার হয়ে ওপেনিং করছেন ঋতুরাজ গায়কোড এবং শুভমান গিল। রয়েছেন কে এল রাহুল রবীন্দ্র জাদেজা।

বোলিং লাইন আপে রয়েছেন মোহাম্মদ সামি, রবিচন্দ্র অশ্বিন, প্রসিদ কৃষ্ণা, রবীন্দ্র জাদেজা। বাদ পড়েছেন বুমরাহ।


অস্ট্রেলিয়ার ওপেনিং এ রয়েছেন ডেভিড ওয়ার্নার, মেট শর্ট।


ইন্ডিয়ার হাই চান্স রয়েছে জেতার, তবে জিততে গেলে ওপেনিং জুটিকে দীর্ঘক্ষন খেলে যেতে হবে, প্রয়োজন একটা সুন্দর পার্টনারশিপের।


চোখ থাকবে টিভির পর্দায়


ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া

দ্বিতীয় ওডিআই-ম্যাচ হোলকর স্টেডিয়াম, ইন্দোর

এছাড়া সরাসরি দেখতে পাবেন স্টার স্পোর্টস ১৮ ও জিও টিভিতে

Commentaires


bottom of page