AI এর সহয্য নিয়ে স্ক্যাম্ম। প্রতারকের হাতে AI টেকনলজি। নকল করছে মানুষের মুখ । সুরক্ষা নেই তাহলে হোয়াটসঅ্যাপে? কারণ এবার অচেনা নম্বর থেকে ভিডিও কল এলেই হতে পারে বিপত্তি!
নয়া তথ্য অনুযায়ী, স্ক্যামাররা একটি নতুন উপায় তৈরি করেছে। তারা এখন তাদের স্ক্যামগুলি চালানোর জন্য হোয়াটসঅ্যাপ ভিডিও কলকেই ব্যবহার করছে। এই পদ্ধতিতে, স্ক্যামাররা আপনাকে একটি অচেনা নম্বর থেকে ভিডিও কল করবে। আপনি যদি কলটি গ্রহণ করছেন তবে আপনার স্ক্রিনে আপনি আপনার নিকটাত্মীয়ের মুখ দেখতে সক্ষম হবেন। এটা আপনার স্বামী, বাবা, মা, ঘনিষ্ঠ বন্ধু বা যে কেউ হতে পারে। তারপর এআই প্রযুক্তি ব্যবহার করে সেই কলে আপনার আত্মীয়ের মুখ ব্যবহার করে আপনার সঙ্গে ঘনিষ্ট মুহুর্ত্র ভিডিও তৈরী করা হবে। ভিডিওটি পাঠানো হবে আপনার ফোনে, আর চাওয়া হবে টাকা। টাকা না দিলে ওই ভিডিও ভাইরাল করে আপনার পরিচিত সকলের কাছে পাঠানোর হুমকিও দেওয়া হবে আপনাকে।
এই যুগে প্রযুক্তি এতটাই উন্নত যে তা ব্যবহার করে সাইবার ফ্রডের মাত্রাও বেড়ে চলছে দেশে। মানুষ যত অনলাইন পেমেন্টে স্বচ্ছন্দ হচ্ছেন , ততই বাড়ছে অনলাইন প্রতারণার ফাঁদ। আর ততই বাড়ছে এই সব করেনাকাণ্ডওওটিপি স্ক্যাম, গুগল ম্যাপ, জাল ব্যাঙ্কের কর্মচারী, এসএমএস এবং আরও অনেক মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন মানুষ।
Yorumlar