top of page

গঙ্গা ভাঙন রোধে বালির বস্তার ভেতরে মিলছে মাটি, চাঞ্চল্যকর অভিযোগ মুর্শিদাবাদের সামশেরগঞ্জে


গঙ্গা ভাঙন রোধে বালির বস্তার ভেতরে রয়েছে মাটি! চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মহেশটোলা ঘনশ্যামপুর এলাকায়।


বুধবার, বিষয়টি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গঙ্গা ভাঙন রোধে বালির বস্তা ফেলা হচ্ছে।


অন্যান্য দিনের মতো আজ বুধবার ২০শে সেপ্টেম্বর সকালেও ফেলা হচ্ছিল বালির বস্তা। কিন্তু বালির বস্তার ভিতর পাওয়া যাচ্ছে মাটি।


যদিও, বিষয়টি নিয়ে মুখে কুলুপ বালির সরবরাহকারী এবং কন্ট্র্যাকরদের। এই প্রসঙ্গে সামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ জনান, "বিষয়টি জানা ছিল না। আপনাদের মাধ্যমে খবর পেলাম। আমি খতিয়ে দেখছি।"


Commentaires


bottom of page