top of page

রাতের অন্ধকারে চলতো দেদার বালি চুরি, গ্রেফতার দুই বালি চোরাকারবারি



রাতের অন্ধকারেঅবৈধ ভাবে গাড়ি গাড়ি বালি পাঁচার হয়ে যাচ্ছে অন্যত্র। দাসপুর ১ নাম্বার ব্লকের পোস্তংকা এলাকার কাঁসাই নদীর পাড় কেটে চলতো এই কারবার। নদীর থেকে অল্প অল্প করে বালি তুলে পাড়ে বোঝাই করে রাখা হতো। তারপর রাতের অন্ধকারে বস্তা বস্তা বালি গাড়িতে তুলে পাঁচার করা হতো।


বৃহস্পতিবার রাতের অন্ধকারে এই কাজ হওয়ার সময়ই খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বালির গাড়িসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার তাদের ঘাটাল আদালতে তোলা হবে।


দাসপুর বি এল আর ও কৌশিক সামন্ত এ বিষয়ে জানান, " আমরা নিয়মিত নজরদারি রাখছি পুলিশের সাথে যৌথভাবে কাজ করছি। কিছু কিছু জায়গায় অবৈধভাবে বালি তোলা হচ্ছে। আমরা নজরে রেখেছি, ঠিক সময় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা এ কাজের সঙ্গে যুক্ত, এই কাজ করেছে,তাদের গ্রেপ্তার করা হয়েছে। "

Commentaires


bottom of page