মুর্শিদাবাদের সামসেরগঞ্জে দুই বালতি তাজা বোমা উদ্ধার
- Ruchika Mukherjee, WTN
- Sep 21, 2023
- 1 min read

কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই গোপন সূত্রে খবর পেয়ে দুই বালতি তাজা বোমা উদ্ধার করল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ।
বুধবার রাতে সামশেরগঞ্জ থানার হাসুপুর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় তাজা বোমা। বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রেখেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে।
কে বা কারা এবং কী উদ্দেশ্যে তাজা বোমাগুলো হাসুপুরে এনে রেখেছিল, তার তদন্ত করে দেখছে পুলিশ।
এদিকে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনার আগেই ব্যাপক তৎপরতার সাথে বোমা উদ্ধার করায় পুলিশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Comments