"সালমান খান আর রনবীর কাপুরের সঙ্গে কাজ করতে চাই, একটি ভালো স্ক্রিপটের জন্য অপেক্ষা করছি," - অ্যাটলি
- Ruchika Mukherjee, WTN
- Sep 19, 2023
- 1 min read

শাহরুখ খানের সঙ্গে বছরের সেরা সবচেয়ে বড় হিট উপহার দেওয়ার পর আরও একটি খানের সাথে কাজ করতে চান চিত্রপরিচালক অ্যাটলি কুমার।
এক সাক্ষাৎকারের সাথে কথোপকথনে অ্যাটলি বলেছেন বলিউডে তার পরের উদ্যোগের কথা। জওয়ানে শাহরুখ খানের সাথে কাজ করার পর তিনি সালমান খান, হৃত্তিক রোশন, রণবীর কাপুর এবং অন্যদের সাথেও কাজ করতে চান।
অ্যাটলি বলেন, "জওয়ান সিনেমাটি শাহরুখ স্যার সহ ইন্ডাস্ট্রির অনেক দক্ষ প্রযুক্তিবিদদের সাহায্যে তৈরি করা হয়েছিল। আর এজন্যই আমরা একে টিম ওয়ার্ক বলি। এটি একজনের আলাদা চিন্তা বা একজন ব্যক্তির একা দৃষ্টিভঙ্গি নয়।
তিনি আরো বলেন, "বিজয় সেতুপতি আন্না, বিষ্ণু, রুবেন, মুদ্রা স্যার, দীপিকা ম্যাম, নয়ন ম্যাম, সবাই অবদান রেখেতিছেন। আমরা গর্বিত যে আমরা সকলে মিলে আমাদের হৃদয়, আত্মা, ঘাম এবং রক্ত দিয়ে এই ছবিটিকে সবার জন্য একটি দুর্দান্ত বিনোদন তৈরি করেছি।"
Comments