শুভেন্দু অধিকারীর করা এক্স হ্যান্ডেলে পোস্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য সওকাত মোল্লার। ঘূর্ণিঝড়ে দরিদ্র মানুষের ত্রাণ সামগ্রী লুট করেছে বিধায়ক শওকত মোল্লা। এই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান , জিবনতলা রোকেয়া মহাবিদ্যালয় গুদামে মজুদ করে রাখা আছে দরিদ্র মানুষের ত্রাণ সামগ্রী। কলেজটিকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করেন শওকত মোল্লা। খোলা বাজারে বিক্রি করার জন্য এই ত্রান মজুত করে রেখেছে, অভিযোগ শুভেন্দু অধিকারীর।
পাল্টা বিধায়ক শওকত মোল্লা বলেন , "আমি শুনলাম ওই ত্রান শিশির অধিকারীর। শিশির অধিকারী ওখানে রেখে গেছে। আমরা কখনো ত্রাণের মাল রাখতে পারি ?এটা আমাদের অধিকার নাকি? ও একটা অসভ্য বর্বর ওর কথা যত না থাকা যায় ততই ভালো। মন্ত্রিসভায় থাকাকালীন ও এই ভাবেই চুরি করেছে।"
Commentaires