এক যুগের এবসান, মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডকের ফক্স অ্যান্ড নিউজ কর্পোরেশন থেকে পদত্যাগ
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 22, 2023
- 1 min read
Updated: Sep 22, 2023

বৃহস্পতিবার কিংবদন্তিসম মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডক পদত্যাগ করলেন ফক্স কর্পোরেশন এবং নিউজ কর্পোরেশন থেকে।
ওয়াল স্ট্রিট জার্নাল এবং ট্যাবলয়েড নিউইয়র্ক পোস্টের মতো প্রভাবশালী ব্রডশীট প্রকাশকারী ফক্স অ্যান্ড নিউজ কর্পোরেশনের অধিকর্তা হিসেবে, রুপার্ট মার্ডক কয়েক বছর ধরে কাজ করে গেছেন।
সংবাদ মাধমের ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ মুহুর্তে তার অবসর নাওয়া। ২০২৪ সালের রাষ্ট্রপতির ভোট হওয়ার আগে।
ফক্স কোম্পানির চেয়ারম্যান পদ থেকে মার্ডকের পদত্যাগ করার সিদ্ধান্ত রাজনৈতিক বিশ্বে ধাক্কা দেবে বলে মনে করা হচ্ছে।
Comments