top of page

নিয়োগ-দুর্নীতির মামলায় এই প্রথম অভিষেক পত্নী রুজিরাকে সমন পাঠালো ইডি


ইডি-র পক্ষ থেকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যাকেও সমন পাঠানো হল। জানা যাচ্ছে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর আর্থিক অনিয়মের বিষয়ে অভিষেক-পত্নীর বয়ানও নথিবদ্ধ করতে চাইছে ইডি। এই প্রথম রুজিরাকে নিয়োগ সংক্রান্ত অনিয়মের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পরে ইডি যখন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সংশ্লিষ্ট নথি পেশ করে, তা দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার একজন অধিকর্তা। সেই হিসেবে লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিবরণ আদালতে পেশ করে ইডি। কিন্তু সেই খতিয়ানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিষয়ে তিনটি জীবনবিমার পলিসি ছাড়া আর কিছু উল্লেখ না থাকায় বিচারপতি ইডি-কে নির্দেশ দেন যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে আরো প্রাসঙ্গিক তথ্য এবং নথি আদালতে পেশ করা হয়।


নির্দেশ অনুযায়ী, ইডি গতকাল, ৩রা অক্টোবর, মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে তিনি দিল্লীতে দলীয় কর্মসূচিতে সামিল থাকায় কলকাতায় সিজিও কমপ্লেক্সে উপস্থিত হতে পারবেন না। তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঙ্গে নিয়োগ-সংক্রান্ত অনিয়মের মামলা সরিয়ে নেওয়ার জন্যে আবেদন করেন।


আবেদন অনুযায়ী, ডিভিশন বেঞ্চে বিচারপতিদের প্রশ্নের স্যামনে ইডি জানায় যে আজ ৪ঠা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যাকে হাজির হতে বলা হয়।


তবে আজ সকালে সেই সিদ্ধান্ত পাল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবার সিজিও কমপ্লেক্সে উপস্থিত হওয়ার জন্যে সমন পাঠানো হয়েছে।


তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও একই অনিয়মের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যে সমন পাঠিয়ে ইডি কি নিজের নিরপেক্ষতা প্রমাণের জন্যে একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে? নাকি এই সমন কেন্দ্রীয় তদন্ত সংস্থার স্বাভাবিক কর্মপদ্ধতিরই অংশ?

Comments


bottom of page