আজ সকালেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নামে পোস্টার পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের চয়নপুর এলাকায়। শুরু হয়েছে পোস্টের ঘিরে অস্থিরতা তারা দাবি করছে এই কাজ তৃণমূল দলের।
বিজেপি-র অভিযোগ, পোস্টারে লেখা সৌমিত্র খাঁ 'বিধানসভার টিকিট বিক্রি করছেন' এই কাজ তৃণমূলের। বিজেপি কর্মীদের দাবী, লোকসভা নির্বাচনের আগে নিজেদের পরাজয় বুঝতে পেরে এই কাজ করেছে তৃনমূল দল। অভিযোগ অস্বীকার করে তৃনমূল দল,এই ঘটনার জন্য বিজেপির বাকি কর্মীদের দায়ী করেছে। স্থানীয় বিজেপি কর্মীদের সূত্রে জানা যাচ্ছে, দলের সাংসদের বিরুদ্ধে ক্ষোভের সুর চড়ছে।
লোকসভা নির্বাচন এগিয়ে আসার ফলে বাঁকুড়ায় বাড়ছে অস্থিরতা। বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে জায়গায় জায়গায় প্রকাশ্যে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে বিজেপিরই নিচু তলার কর্মীরা।
দলের কর্মীদের হাতে দলীয় কার্যালয়ে সাময়িক তালাবন্দী থাকতে হয়েছিল, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে। এবার বিষ্ণুপুর লোকসভা এলাকাতেও সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে বিধানসভার টিকিট বিক্রির অভিযোগ তুলে পোস্টার পড়ল। পোস্টারে সাংসদের চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলেই জানাচ্ছে ।এই পোস্টার কে বা কারা দিয়েছে তা এখনও স্পষ্ট হয়নি।
তবে এই বিষয়ে সাংসদের বক্তব্য মেলেনি বলেই জানাচ্ছে। সাংসদের আচরণে দলের কর্মীদের একাংশ যে যথেষ্ট ক্ষুব্ধ তা ধরা পড়েছে দলের কর্মীদের একাংশের বক্তব্যেই। যদিও বিজেপি নেতৃত্ব সম্পূর্ন ভাবে এর দায় ঠেলেছে তৃনমূলের কাঁধে।
তৃনমূল এই ঘটনার দায় অস্বীকার করে এই ঘটনার জন্য দায়ী করেছে বিজেপির কর্মীদেরই। এই আবহাওয়া লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত চলতেই থাকবে বাঁকুড়া জেলায়।
Comentarios