top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

দমদমে একটি বাড়ি থেকে উদ্ধার গলাপচা মৃতদেহ


দমদম নাগেরবাজার অঞ্চলে একটি বাড়ি থেকে এক ব্যাক্তির গলাপচা মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। মৃতের নাম কল্যাণ ভট্টাচার্য। ইতোমধ্যেই ময়না তদন্তের জন্য দেহটিকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।


বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ ছিল। এরপরই পুলিশ ব্যাপারটা খতিয়ে দেখতে শুরু করে। কেন বাইরে থেকে তালা বন্ধ ছিল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যাক্তি নয়াপট্টি এলাকায় একাই তার বাগান বাড়িতে থাকতেন। তার আত্মীয়রা সল্টলেকে ছিলেন। মঙ্গলবার রাত থেকে তারা সেই ব্যাক্তিকে ফোনে পাচ্ছিলেন না। সেই সময় বাগানবাড়িতে গিয়ে খোঁজ শুরু করে। দরজার বাইরে থেকেই দুর্গন্ধ পাচ্ছিলেন তারা।


পাড়া প্রতিবেশীরা জানায়, বাইরে থেকে তালা বন্ধ ছিল। ঘরের ভেতর থেকে পচা গন্ধ আসছিলো। এরপর তারা নাগেরবাজার থানায় খবর দেয়।


নাগের বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে দরজা ভেঙে ভিতরে ঢোকে।


মৃতের আত্মীয়দের জিজ্ঞেস করলে তারা বলেন, “পরিস্থিতি বুঝতেই পারছি না। কী থেকে কী হল। গত পরশু রাতেও কথা হয়েছিল। তার থেকে যে কী হল, সেটাই বুঝতি পারছি না। যদি শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়, তাহলে বাইরে থেকে দরজায় তালা বন্ধ কেন থাকবে।”


পুলিশ ও তদন্তকারী আধিকারিকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।

Comments


bottom of page