top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

নির্মীয়মাণ দুর্গা মন্দিরের ছাদ ভেঙে আহত ৭ শ্রমিক


দুর্গা মন্দিরের ছাদ ভেঙে গিয়ে আহত ৭ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় পুরাতন বাজার দুর্গা মন্দিরে।


দুর্গা মন্দিরের একটি মঞ্চ সহ মন্দিরটিকে বাড়ানোর জন্য মন্দিরের ছাদ তৈরি হচ্ছিল। ছাদ তৈরি শেষ হওয়ার প্রায় শেষের দিকে নির্মীয়মাণ ছাদটি ভেঙে পড়ে। যে শ্রমিকরা ছাদের উপরে কাজ করছিলেন, হঠাৎ তাঁরা মাটিতে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটবার পরে এলাকার বাসিন্দারা এসে কর্মরত শ্রমিকদের উদ্ধার করে।


ঘটনাস্থলে ছুটে আসেন মানিকপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার, সাঁকরাইল থানার আইসি এবং এডিসিপি সহ সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল। এলাকার বাসিন্দারা তৎপরতার সহিত ধ্বংসস্তুপ সরাতে ব্যস্ত থাকেন । সন্দেহ করা হচ্ছে যদি কেউ ভিতরে থেকে থাকে তাই দ্রুততার সহিত ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।


স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হয়তো আর কেউ নেই। আহত শ্রমিকদের স্থানীয় হাজী এসটি মল্লিক হাসপাতালে দ্রুততার সহিত নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে এগারোটার সময়।


ধ্বংসস্তূপ সরাতে মাঝরাত গড়িয়ে যায়। গুরুতর আহত দুই ব্যক্তিকে হাওড়া জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Comments


bottom of page