top of page

হিঙ্গলগঞ্জের লেবুখালি আর ময়নার গ্রামে লুঠ, দুষ্কৃতকারীরা নিয়ে গেল টাকা আর গয়না


প্রতিনিধিত্বমূলক ছবি


গতকাল শনিবার রাতে লেবুখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে লুঠ হয়ে গেল টাকা আর গয়না। বাড়ির মালিকের নাম সন্তোষ মন্ডল। উনি এবং তাঁর স্ত্রী তাঁদের সন্তানের বাড়িতে গেছিলেন। বাড়িতে ছিলেন বয়স্ক সন্তোষ মণ্ডলের মা একাই।


সেই সুযোগ কাজে লাগিয়ে রাতের অন্ধকারে চোরে চুরি করে নিয়ে যায় ৩৫ হাজার টাকা এবং সোনাদানা চুরি করে পালায় দুষ্কৃতীরা পরিবার সূত্রে খবর।


হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের তরফ থেকে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।


একই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের পশ্চিম নৈছনপুর গ্রামের । এই গ্রামের বাসিন্দা চণ্ডীচরণ রায় নামক এক বয়স্ক ব্যাক্তির বাড়িতে ভোর রাতে দুঃসাহসিক ডাকাতি হয়।


চণ্ডীচরণ রায়ের মাথায় আগ্নেয়অস্ত্র ঠেকিয়ে লুটপাট করেছে সোনাদানা মিলিয়ে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার জিনিসপত্র লুট করে নেয় ডাকাত দল।


Kommentare


bottom of page