২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাস্তা তৈরির পর হতে চলল পাঁচ বছর, কিন্তু আর মেরামতই হয়নি রাস্তা। বর্ষা পেরিয়ে সামনেই পুজো কিন্তু রাস্তার অবস্থা শোচনীয়। দুর্ভোগ স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষদেরও।
ঘটনাটি হলদিয়ার সুতাহাটা থেকে কিসমত শিবরামনগরের ঘোড়ায় মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারের রাস্তা গত কয়েক বছর ধরে বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে গোটা রাস্তার পিচ উঠে গিয়েছে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত এবং বর্ষায় সেই গর্তে জল পরিপূর্ণ হয়েছে। যার ফলে নিত্য দিন বেড়েই চলেছে সমস্যা।
গত দু মাস আগে মিটে গিয়েছে পঞ্চায়েত ভোট গ্রাম পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বোর্ড ও গঠন হয়ে গিয়েছে। কিন্তু পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও হলদিয়া পৌরসভার দায়িত্ব সামলাতে প্রশাসনের চেয়ারে বসেছে হলদিয়ার এসডিও সুপ্রভাত চট্টোপাধ্যায় । কিন্তু এলাকার অবস্থা যেইকে সেই।
রাস্তাটি প্রায় দীর্ঘ পাঁচ কিলোমিটারের হলদিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড, সুতাহাটা গ্রাম পঞ্চায়েত সমিতির আশদতলিয়া অঞ্চল এবং হলদিয়া পঞ্চায়েত সমিতির দোভাগ অঞ্চল এর মধ্যেই পড়ে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে এই রাস্তার মেরামতির আর কোন নাম গন্ধই হয়নি। শুধু রাস্তার বেহাল অবস্থায় নয়, রাস্তায় নেই একটি স্ট্রিট লাইটও। সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যায় রাস্তা এবং কার্যত অসম্ভব হয়ে পড়ে যাতায়াত।
এই রাস্তা দিয়ে হলদিয়ায় বিভিন্ন কারখানায় যাতায়াত চলে মানুষের। কিন্তু রাস্তার এই অবস্থা হওয়ায় কেউ চৈতন্যপুর হয়ে কেউ আবার দুর্গাচক দিয়ে ঘুরে যেতে বাধ্য হন ফলে এ অসুবিধা তাদের কাজে প্রভাব ফেলে।
স্থানীয় মানুষদের দাবি শীঘ্রই এই রাস্তা সংস্কার করতে হবে।
হলদিয়া পৌরসভার প্রশাসক সুপ্রভাত বাবু জানিয়েছেন এই রাস্তার শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে। তবে তিনি এও জানান যে তিনি কেবল হলদিয়া পৌরসভার এলাকাধীন রাস্তা সংস্কারই করতে পারবেন বাকি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির ভাগের রাস্তার ব্যাপারে তিনি কোন উদ্যোগ নিতে পারবেন না।
Comments