মালদায় হরিশ্চন্দ্রপুরে জেলা সভাপতির বিরুদ্ধে টায়ার জ্বেলে বিক্ষোভ
- Ruchika Mukherjee, WTN
- Sep 13, 2023
- 1 min read

মঙ্গলবার মালদায় জেলা পরিষদের স্থায়ী সমিতির গঠন ছিল। সেই সময়ই রাস্তায় জেলা পরিষদের সদস্যরা পদ বন্টন নিয়ে প্রকাশ্যে ক্ষোভ বের করে দেন। এরপর ২৪ ঘন্টার মধ্যে হরিশচন্দ্রপুরের রাস্তায় বিক্ষোভ করে তৃণমূলের নেতাকর্মীরা।
মালদহের হরিশ্চন্দ্র পুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ,জেলা সভাপতির বিরুদ্ধে স্লোগানও।
জেলা পরিষদের বিভিন্ন স্থায়ী সমিতিতে হরিশচন্দ্রপুরের সদস্যরা উপেক্ষিত, এমনই অভিযোগ তুলে বিক্ষোভ।
হরিশ্চন্দ্র পুরের শহীদ মোড়ে তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা। এই বিক্ষোভের নেতৃত্ব দেন হরিশ্চন্দ্রপুরের ১নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য মকরম আলী।
তৃণমূল জেলা সভাপতির ছেলে রেজাউল করিম বক্সী প্রথমবার জিতেই জেলা পরিষদে পদ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।জেলা পরিষদের পদ বণ্টনে দুর্নীতিতে জেলা সভাপতি যুক্ত বলে অভিযোগ আন্দোলনকারীদের।
যদিও বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী।
Comments