৩৪ নং জাতীয় রাজপথ বেয়ে নতুন ডাকবাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে ১০৬ নং জাতীয় রাজপথ। সেই পথে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে পুঠিমারি পল্টন ব্রিজের রাস্তা ধ্বস নেমে ভয়াবহ অবস্থা রাস্তার। ডাকবাংলা থেকে পাকুর যাওয়ার একমাত্র রাস্তা ১০৬ নম্বর জাতীয় সড়কে ধ্বসের ফলে যানবাহন চলাচল বাধাপ্রাপ্ত। সমস্যার সম্মুখীন হয়েছে বড় থেকে ছোট গাড়ি। পল্টন ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দাদের আতঙ্কও কম নয়।
দীর্ঘদিন পরে এই রাস্তায় সারানো হয়েছিল, কিন্তু পল্টন ব্রিজের এই রাস্তা খারাপের কারণ ধ্বস। গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাতের কারণে দিন কয়েক ডাকবাংলা থেকে ঝাড়খণ্ড যাওয়ার একমাত্র রাস্তাটি ধসে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কোনো গাড়িই এই রাস্তা দিয়ে চলাফেরা করার সাহস পাচ্ছে না।
পল্টন ব্রিজ পাশাপাশি প্রায় ১৫০ মিটার রাস্তায় ধস নামে, প্রায় চার থেকে পাঁচ হাত গভীরে গিয়ে ধ্বস নেমেছে। এর ফলে ব্রিজ সংলগ্ন এলাকায় বাস করা দশটি পরিবার আতঙ্কিত হয়ে রয়েছে।
বিষয়টি নিয়ে সামশেরগঞ্জের ভিডিও সুজিত চন্দ্র লধ জানিয়েছেন, ইতিমধ্যেই জাতীয় রাজপথ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং বিদ্যুৎ দপ্তর কাজ শুরু করেছে। খুব দ্রুত সংস্কারের বন্দোবস্ত করা হচ্ছে।
Comments