top of page

মুম্বাইয়ের সবচেয়ে মূল্যবান গনেশ মূর্তি, ৬৯ কেজি সোনা আর ৩৩৬ কেজি রুপো দিয়ে তৈরী

গনেশ চতুর্থী মহারাষ্ট্রে উৎসব। মুম্বাইয়ের জিএসবি সেবা মণ্ডলে এবারে চোখ ধাঁধানো চমক - ৬৯ কেজি সোনা ও ৩৩৬ কেজি রুপো দিয়ে তৈরী গনেশ মূর্তি।



এ বছর মুম্বাইয়ের জিএসবি সেবা মণ্ডল 'সবচেয়ে দামী' গনেশ মূর্তি স্থাপন করেছে। ৬৯ কেজি সোনা ও ৩৩৬ কেজি রুপা দিয়ে সাজানো হয়েছে গণপতিকে। এই মূল্যবান অলঙ্কারের জন্য কর্তৃপক্ষ ৩৬০.৪৫ কোটি টাকার বীমা করেছেন।


জিএসবি সেবা মণ্ডলের এক সদস্য জানান, এই বছর তাদের পুজো ৬৯তম গনেশ উৎসব উদযাপন করছে। নিরাপত্তার ক্ষেত্রে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির এবং উচ্চ গুনসম্পন্ন ক্যামেরা লাগানো হয়েছে প্যান্ডেলের চারপাশে।


সকল ভক্তদের স্বাগত জানাচ্ছে জিএসবি সেবা মণ্ডল।


মুম্বাইয়ের সবচেয়ে ধোনি গনেশ মূর্তি, ৬৯ কেজি সোনা ৩৩৬ কেজি রুপা তৈরী

Comments


bottom of page